Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ, যান চলাচল বন্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

উত্তরায় শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।

রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান। ছবি: আজকের পত্রিকাএদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে। 

কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়। 

রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান। ছবি: আজকের পত্রিকাগাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জে উদ্ধার, আটক ৩

সিঙ্গাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ

এনআইডি সেবা ইসির অধীনে রাখতে সিইসির কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান