ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করাসহ বিশ্ব জুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।
ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে—খেলাফতে মজলিশ, বাংলাদেশ খেলাফতে মজলিশ, ইসলামি ঐক্য আন্দোলন, ইউনাইটেড মুসলিম উম্মাহ, বাংলাদেশ ইসলামি যুব জোট ও বাংলাদেশ শান্তি সংঘ।