গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছে।
নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২) ও শাওন সাহা (১৭)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হয়।
উপপরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।