Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়
টাঙ্গাইলের যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ২৩৯টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।

এর আগে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৯ হাজার ২৩৩টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৪ হাজার ৫৩৩টি। টোল আদায় বেশি হয়েছে ২১ লাখ ৮৮ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, যানবাহনের চাপ ততই বাড়ছে। মানুষের ভোগান্তি এড়াতে সেতুতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে ১৮টি বুথ চালু রাখা হবে।

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিল ‘খুনিকে’, উদ্ধার গলাকাটা লাশ

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর