মানিকগঞ্জের হরিরামপুরে রিপন (২১) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিপন ওই গ্রামের বকুল চোকদারের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
মৃত তরুণের পরিবার জানায়, আজ সকালে ঘরের আড়ার সঙ্গে রিপনে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
বলড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু জানান, রিপন তার দাদির কাপড় দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রিপন মানসিক প্রতিবন্ধী ছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।