Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ২ 

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এ-ব্লক এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে বাসায় ফেরার পথে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মীর হোসেন (৪০) ও জসীমউদ্দীন জর্জি (৩৫)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিটি করপোরেশনের লোগোসহ দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের এইচএম আজিমুল হক।

আজিমুল হক বলেন, গত ১৫ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় সানরাইজ প্লাজার পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার ও তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনতাই হয়। এই ঘটনায় স্বাধীন সরকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ঢাকা কলেজ থেকে রিকশাযোগে আদাবরে বাসায় ফেরার পথে চার যুবক পথরোধ করে। রাস্তা আটকানোর কারণ জানতে চাইলে তারা মারধর করেন এবং পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং লালমাটিয়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জসীমউদ্দিন ও মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ