খুলনার পাইকগাছায় হারবাল, ইউনানি ওষুধ ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় পাইকগাছা থানা-পুলিশ পৌর সদরের অরিফা মার্কেট এলাকা থেকে বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর সদরের তফেল ঔষধালয়ের হাকিম আমির আলী দপ্তরির ছেলে রবিউল দপ্তরি (৩০) ও পৌরসভার বারেক শেখের ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ (৩২)।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। প্রায় দুই মাস ধরে তাঁরা পুলিশি নজরদারিতে ছিলেন। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, তাদের দুজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (সোমবার) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।