কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে ব্যবহৃত ইন্টারনেটের রাউটার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে এই ঘটনা ঘটে।
মৃত কলেজছাত্র বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের সবজি ব্যবসায়ী মো. খায়রুল মোল্লার ছেলে। সে কলিমহর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
মৃত হৃদয়ের চাচা নয়ন হোসেন জানান, সকালে হৃদয় নিজ ঘরে ইন্টারনেটের রাউটার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। এরপর স্বজনেরা দ্রুত হৃদয়কে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’