প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। ৮০১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯.২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ছয়জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া হাসপাতালে ১০ জন এবং কুমারখালীতে বাড়িতে একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়া করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৭ জন আর মারা গেছেন ৬৯ জন।