Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপির ভাঁওতাবাজি শুনবে না জনগণ: তালুকদার আব্দুল খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

খুলনায় বিএনপির ভাঁওতাবাজি শুনবে না জনগণ: তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক। 

তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে। 

এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে। 

কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর