হোম > সারা দেশ > খুলনা

কয়রায় সাবেক এমপির অনুসারীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে গোলাম রহমান বলেন, বগা জোনে ‘বগা তেঁতুলতলা খাল’ নামে পরিচিত ৭৮ বিঘার একটি মাছের ঘের স্থানীয় জমির মালিকদের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে ছয়জন ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন। গত ৩০ চৈত্র চুক্তির মেয়াদ শেষ হলেও জমির মালিকেরা লেনদেনে সন্তুষ্ট হয়ে আরও তিন বছরের জন্য (১৪৩২ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ) নতুন চুক্তি করেছেন।

গোলাম রহমান অভিযোগ করেন, চুক্তি নবায়নের বিষয়টি জানার পর কয়রা উপজেলার স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আইয়ুব আলী সরদার ও তাঁর সহযোগীরা ঘের দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত আইয়ুব আলী সরদার আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাঁরা আগেও ঘের দখলের চেষ্টা করেছেন। সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। জমির মালিকদের বাড়ি গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ডিড বাতিল না করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাতে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার