Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ‘অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি

খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ‘অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের (ইউআইএইচপি) ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সেফগার্ড ইস্যুজ অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ‘কনস্ট্রাকশন সাইটগুলোতে দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে মালামাল লোড-আনলোডের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শ্রমিক ও কর্মীদের পাশাপাশি অংশীজনেরাও দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই এ ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘কনস্ট্রাকশন কাজ চলাকালে শ্রমিকদের পাশাপাশি সুপারভাইজারদেরও সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে শ্রমিক-কর্মীরা দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের উদ্দেশ্য ও অগ্রগতিসহ নানা দিকে আলোকপাত করেন প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। পাওয়ার পয়েন্টের মাধ্যমে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইস্যুর বিভিন্ন দিক তুলে ধরেন পরিবেশ বিশেষজ্ঞ ড. মো. বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং ইউআইএইচপির ফোকাল পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. রকিবুল ইসলাম। এই প্রশিক্ষণে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের মেশিন লার্নিংয়ের প্রশিক্ষণার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও কনস্ট্রাকশন সাইটগুলোর শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ঈদের রাতে বাজি ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের

ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, দোকানে আগুন

নড়াইলে শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা

বাগানে মিলল ১৬ ফুট লম্বা অজগর

জীবননগর মডেল মসজিদের পাশ থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

ঝিনাইদহে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত