যশোরের কেশবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০), তাঁর ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার আঠারোমাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বাবা-ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান এবং গোলাম মোস্তফা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথে আহত গোলাম মোস্তফা মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।