Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে সাপের উপদ্রব দেখা দিয়েছে। গত দুই দিনে দুটি বিষধর সাপ বের হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গত শুক্রবার বিশাল আকৃতির বিষধর সাপ কাল কেউটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া-সংলগ্ন লেকের পাশের স্তূপ থেকে বেরিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাপটি ধরার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে মেরে ফেলা হয়।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবন থেকেও বিশালাকৃতির এক সাপের দেখা পাওয়া যায়। অনেক চেষ্টার পর সেটিকে ধরাশায়ী করেন শিক্ষার্থীরা। এ দুটি ছাড়া আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নানা ধরনের বিষধর সাপ দেখেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ আজাদ বলেন, ‘ক্যাম্পাসের এখানে-ওখানে সাপের দেখা মিলছে। এ নিয়ে আমরা আতঙ্কিত। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘যেহেতু এখন বর্ষাকাল, তাই বৃষ্টির কারণে সাপ বেরিয়ে আসছে। সাপের দেখা মিললেই আমরা সাপুড়ে দিয়ে ধরার চেষ্টা করি। যদি কোনো উপায় না পাই, তখন মেরে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা হয়। এই কার্যক্রম আরও জোরদার করা হবে।’

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর