হোম > সারা দেশ > খুলনা

দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা নিহত, স্ত্রী গুলিবিদ্ধ

ফুলতলা(খুলনা) প্রতিনিধি

দুর্বৃত্তদের গুলিতে খন্দকার রকিবুল ইসলাম (৩২) নামে এক বিএনপি কর্মী ও ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় যশোরে অভয়নগরের দত্তগাতি এলাকায়। এ সময় তার স্ত্রী বর্ষা বেগম (২৫) গুলিবিদ্ধ হন।

নিহত রকিবুল ইসলাম ফুলতলার আলকা কলেজ পাড়া এলাকার মাহাবুব খন্দকারের পুত্র এবং ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক।

ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলামের স্ত্রী বর্ষা বেগম জানান,  দাওয়াতে ও লেনদেন সংক্রান্ত ব্যাপারে বিকেলে মোটরসাইকেলযোগে তারা অভয়নগরের দত্তগাতি এলাকায় যান। সেখানে আলম মেম্বার,পিয়ুজ ও ভবদহ এলাকার শুভ উপস্থিত ছিল। খাওয়া দাওয়া শেষে কিছু টাকা নিয়ে রাত ৮টার দিকে ফুলতলায় ফেরার উদ্দেশে বেরিয়ে কিছুটা সামনে আসলে ভাঙা রাস্তায় মোটরসাইকেলের গতি কম থাকলে অল্প বয়সী অস্ত্রধারী দুই যুবক তাদের গতিরোধ করে। এ সময় তাঁরা পেছন দিক থেকে রকিবুলের ডান পাঁজরে গুলি করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়লে কানের নিচে ও ডান হাতে গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। ঘটনার সময় বর্ষা তাকে ঠেকাতে আসলে তিনিও হাতে ও পেটে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

গুলিবিদ্ধ বর্ষাকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

ওসি মো. ইলিয়াস তালুকদার বলেন, পাওনা টাকা আদায় শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে রকিবুল নিহত হয়। রাতেই নিহত তার সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। আজ (শুক্রবার) লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন