সাতক্ষীরার কলারোয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷ তিনি ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার বাদী ছিলেন৷
আজ রোববার ভোর সাড়ে ৬ টায় দিকে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত মাদার সরদারের সন্তান মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন কলারোয়া, মাদরা, বাগআঁচড়া, কেশবপুর, মনিরামপুর, ভোমরসহ বিভিন্ন উল্লেখযোগ্য বড় ধরনের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন৷ তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছে৷
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর উপজেলার সরকারি জিএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।