হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় টিসিবির পণ্যসহ আটক ৩, ইউপি সদস্য দুষলেন চেয়ারম্যানকে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।

গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।

ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’

সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন