হোম > সারা দেশ > খুলনা

বিয়ের পর জানা গেল কিশোরী অন্তঃসত্ত্বা, বাবার বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্মদাতা বাবার লালসার শিকার হয়ে এক কিশোরীর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে (৪৫) মারধর করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‘২২ দিন আগে ভাগনিকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পরই তার শারীরিক গঠনে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা ভাগনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় সে অন্তঃসত্ত্বা।’ 

কিশোরীর মা বলেন, ‘আমি বোনের বাড়িতে থাকার সুবাদে গত বছরের ডিসেম্বরে মেয়েকে ধর্ষণ করে আমার স্বামী। এরপর একাধিকবার সে এই কাজ করেছে। ভয়ে মেয়ে কিছু বলেনি। এখন সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় গ্রাম পুলিশ বলেন, ‘ওই কিশোরীর কাছে ঘটনা জানতে চাইলে সে জানিয়েছে, তার বাবা এই কাজ করেছে। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলমডাঙ্গা থানার ওসিকে জানাই। গতকাল বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘটনা জানার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন