ডুমুরিয়া থানা-পুলিশের অভিযানে প্রতারণা মামলার দুই জনসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার নরনিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে কথিত সিআইডি অফিসার মো. মুজাহিদুল ইসলাম, মৃত এবাদ আলী মোড়লের ছেলে আশরাফ হোসেন, কাতার সরদারের ছেলে আব্দুস সেলিম সরদার ও আব্দুল হালিম সরদার।
এ বিষয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ দাস বলেন, বিভিন্ন লোককে চাকরি দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিআর ২১২ / ২১ মামলায় খালিশপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি মুজাহিদুল ইসলাম ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আব্দুস সেলিম সরদার ও আব্দুল হালিম সরদার সিআর ১৯৪ / ১৯ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিদের আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়েছে।