হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবন থেকে শিকারিদের ফাঁদে আটকে পড়া মৃত হরিণ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন টেকেরখাল এলাকা থেকে বনকর্মীরা মৃত একটি হরিণ উদ্ধার করেছেন। কোবাদক স্টেশনের সদস্যরা নিয়মিত টহলের সময় গতকাল বুধবার সন্ধ্যায় টেকেরখালসংলগ্ন সুন্দরবনের গভীর অরণ্য থেকে ফাঁদে আটকে পড়ে মারা যাওয়া অবস্থায় হরিণ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত দেড় শতাধিক নাইলনের রশির ফাঁদ জব্দ করা হয়। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুধবার কোবাদক স্টেশনের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের টহলে যান। একপর্যায়ে স্টেশনটির আওতাধীন টেকেরখাল এলাকার বনের মধ্যে পেতে রাখা ফাঁদে আটকে একটি হরিণকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গোটা এলাকা তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় দেড় শতাধিক ফাঁদ উদ্ধার করেন। 

বন বিভাগের এ কর্মকর্তা আরও বলেন, হরিণ শিকারের ঘটনায় অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিদের আসামি করে বন আইনে মামলা হবে। এ ছাড়া সুন্দরবনে যাতায়াতকারী জেলেসহ অন্যদের সঙ্গে কথা বলে শিকারি চক্রটিকে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় আনা হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন