সাতক্ষীরার তালায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারজাতের সময় চার হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুমিরা এলাকা থেকে এসব আম জব্দ করা হয়। আজ শনিবার সকালে তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়।
আম ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা আম ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসি কাঞ্চন, পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপপরিদর্শক সোলাইম্যান কবির প্রমুখ।
নির্ধারিত সময়ের আগে আম ভাঙা ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশালে ব্যবস্থা নেবেন বলে জানান ওসি কাঞ্চন।