হোম > সারা দেশ > খুলনা

বাড়তি টাকা না দেওয়ায় রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের মারধর 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাড়তি টাকার জন্য রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। টানা তিন ঘন্টা আটকে থাকার পর পুলিশ এসে তাদের উদ্ধার করে। আজ রোববার শহরের সদর হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস পাটকেলঘাটা থানার বাউখোলা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা থানাতে কল করে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

ভুক্তভোগী রোগীর স্বজন টুম্পা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ মার্চ দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমার ভাইপো মুক্তি বিশ্বাসকে (৪৫) হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। রোগীর অবস্থা অবনতি হলে আজ সকালে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেই। এ সময় হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ ভর্তির সময় বেড ভাড়া এক হাজার ২০০ টাকা চুক্তি থাকলেও এক হাজার ৬০০ টাকা দাবি করেন।’ 

তিনি বলেন, ‘বেলা ১২টায় আমরা রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠি। তখন রোগীর ভাই উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যান। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা না দেওয়ায় ম্যানেজার তাকে মারধর করেন।’ 

উত্তম বিশ্বাস বলেন, ‘আমার কাছে ম্যানেজার অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্সে আটকে দেয়। টানা তিন ঘন্টা আমাকে তার রুমে আটকে রেখে মারধর করে।’

ওই ক্লিনিকে স্ত্রী চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলাম। গোলমাল দেখে এসে শুনি এই অবস্থা।’

অভিযোগের বিষয়ে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধর করিনি। তবে বিল না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রেখেছিলাম।’

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন সজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার