খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক নাজমুস সাদাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন বহিরাগত কর্তৃক দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পেয়েছে খুবি প্রশাসন। এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরের বন্ধে খুবি ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বলা হচ্ছে।