হোম > সারা দেশ > খুলনা

বেশি সরবরাহের সুযোগে কৃষকদের ৪ টাকা কেজিতে পটোল বেচতে বাধ্য করলেন ব্যাপারিরা  

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।

বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।

স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’

আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’ 

তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।

আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’

মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।

ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন