Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবিতে ছাত্রী নির্যাতন: স্থায়ী বহিষ্কারে সন্তুষ্ট ফুলপরী

ইবি প্রতিনিধি

ইবিতে ছাত্রী নির্যাতন: স্থায়ী বহিষ্কারে সন্তুষ্ট ফুলপরী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার দীর্ঘ ছয় মাস পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের নেত্রী (বহিষ্কৃত) সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন ঊর্মির বিরুদ্ধে। 

পরে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। 

এদিকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফুলপরী খাতুন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেরিতে হলেও কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার—এটিই আমার প্রথম থেকে চাওয়া ছিল। আমি সন্তুষ্ট। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।’ 

ফুলপরী আরও বলেন, ‘আশা করি, বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও এই শাস্তির কথা মনে রেখে আর কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না।’

আরও পড়ুন:

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের