নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. বিপ্লব হোসেন (৩৮) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বিপ্লব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া-সাতমাইল এলাকার বাসিন্দা। ২০১২ সালে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী জিয়াউর রহমান পিকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় বিপ্লব আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ জুলাই দুপুরে পুলিশ নড়াইল-যশোর সড়কের বাশভিটা নামক স্থানে নড়াইলগামী একটি মোটরসাইকেল থামার জন্য সংকেত দিলে মোটরসাইকেল আরোহী বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে মোটরসাইকেলের সিটের নিচে ফেনসিডিল রয়েছে। বিপ্লবের স্বীকারোক্তি মোতাবেক সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করা হয়।