বাগেরহাটের শরণখোলায় পুকুরে প্রায় এক কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। আজ বুধবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীসংলগ্ন বগি গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুর থেকে ইলিশটি ধরা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, ‘আজ সকালে পঞ্চায়েত বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন সুমন পঞ্চায়েত (৩০)। এ সময় তাঁর জালে একটি ইলিশ ধরা পড়ে। ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার-ভাটার পানি চলাচল করত। এ কারণে পানির সঙ্গে ইলিশের ডিম বা পোনা ভেসে এসে থাকতে পারে। ইলিশটি ধরা পড়ার পর সুমন এর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন।