হোম > সারা দেশ > খুলনা

প্রতিবেশীকে শায়েস্তা করতে সরকারি রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ 

ডুমুরিয়া প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনন্দ মণ্ডল ও নিখিল মণ্ডল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনটি পরিবার চার দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

অবরুদ্ধ হয়ে পড়া গোপাল ঢালীর ছেলে প্রশান্ত ঢালী অভিযোগ করে বলেন, তাঁরা একই পাড়ায় বেশ কিছু পরিবার মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সামান্য তর্কবিতর্কের জেরে প্রতিবেশী অতুল মণ্ডলের ছেলে প্রভাবশালী আনন্দ মণ্ডল ও তাঁর সহযোগী নিখিল মণ্ডল রাস্তাটি রাতে বাঁশের বেড়া ও ইট দিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে। ইট বিছানো সরকারি ওই রাস্তা দিয়ে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এখন অবরুদ্ধ হয়ে ডিঙি নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। 

প্রশান্ত ছাড়াও অবরুদ্ধ হয়ে পড়া ধীমান ঢালী ও গুরুপদ মজুমদারের পরিবার এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 

এ ব্যাপারে প্রভাবশালী আনন্দ মণ্ডল বলেন, প্রশান্ত ঢালী তাঁকে নিয়ে আজেবাজে কথা বলেছেন। এ কারণে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রশান্ত তাঁর কাছে ক্ষমা না চাইলে ওই রাস্তা অবরুদ্ধ থাকবে।  

ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, তিনি আনন্দ মণ্ডলকে রাস্তা খুলে দিতে বলেছেন। এরপর কী হয়েছে, তাঁকে কেউ কিছু জানায়নি। 

ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল