হোম > সারা দেশ > খুলনা

ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় যায় ভোট, অভিযোগ হাতপাখার প্রার্থীর 

সৌগত বসু, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএম নিয়ে অভিযোগ করে বলেছেন, তাঁর কাছে তাঁর পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়।

আজ সোমবার সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন। 

মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে ইভিএমে সমস্যা পাইনি।’ 

আব্দুল আওয়াল বলেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।

আব্দুল আউয়াল আরও বলেন, এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে। যাতে ভোট ধীর গতিতে চলছে। তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। 

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয় আমি নির্বাচনে জিতব। এবং যেকোনো ফলাফল মেনে নেব। 

তবে পোলিং এজেন্ট কত আছে তা জানাতে চাননি তিনি। সব কেন্দ্রে আছে তার পোলিং এজেন্ট। কিছু বুথেও আছে বলে জানান আব্দুল আওয়াল। 

ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে বলেও জানান তিনি। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে আশা রাখেনি প্রার্থী।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন