হোম > সারা দেশ > খুলনা

মে দিবসে শ্রমের খোঁজে এসে বাসচাপায় দিনমজুর নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে শ্রম বিক্রি করতে এসে দ্রুতগামী বাসের চাপায় মোস্তাক ঢালী নামের এক দিনমজুর নিহত ও আনিসুর রহমান নামের আরেক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক ঝন্টু কুমার বশাক। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে।’ 

নিহত দিনমজুর মোস্তাক ঢালী জেলার শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত দিনমজুর আনিসুর রহমান একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শ্রম বিক্রি করতে শার্শার লাউতাড়া গ্রামের মোস্তাক ঢালী ও আনিসুর রহমান বেনাপোল শহরে আসছিলেন। এ সময় বেনাপোলগামী গোল্ডেন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই দুই দিনমজুরকে চাপা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান মোস্তাক ঢালী। গুরুতর আহত আনিসুর রহমানকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেন। 

পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় নিহতের মরদেহ, একটি মৃত পাখি ও বাস জব্দ করে। আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন