হোম > সারা দেশ > খুলনা

খুলনা কারাগারে হাজতির মারধরে কয়েদি আহত  

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা কারাগারে হোসেন (২৫) নামের এক হাজতির মারপিটে সেলিম নামের (২৩) এক কয়েদি আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে কারাগারের অভ্যন্তরে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় ঠেকাতে গিয়ে আব্দুল কাদের নামের এক কারারক্ষী মারপিটের শিকার হয়েছেন।

খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাজতি হোসেনকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কারাগার সূত্র জানায়, বেলা সোয়া ২টার দিকে নির্ধারিত সময়ের আগে হাজতি হোসেনের সঙ্গে দর্শনার্থীরা দেখা করতে আসে। এ সময় হোসেন নিয়ম ভঙ্গ করে আগে দেখা করতে চাইলে হাজতি রাইটার সেলিমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন তাকে মারপিট শুরু করে। এতে সে আহত হয়। এ সময় আব্দুল কাদের নামের এক কারারক্ষী হোসেনকে ঠেকাতে গেলে সে তাকেও মারধর করে। পরে অন্য কারারক্ষীরা এসে হোসেনের হাত থেকে তাদের রক্ষা করে।

খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম বলেন, হাজতি হোসেনকে কারাগারের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি রাইটার সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কারাগারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’ হামলাকারী হাজতির বিরুদ্ধে কারা আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন