হোম > সারা দেশ > খুলনা

কোটা আন্দোলনে সক্রিয় খুবি শিক্ষার্থীর বাসায় হামলা-ভাঙচুর

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিনের বাসায় হামলা-ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের শাহ-সিরিন সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গতকাল বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে তিনি যশোরে নিজের বাড়ি গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে ফিরে দেখেন বাসার সব আসবাব ভাঙচুর অবস্থায় রয়েছে। 

হেলাল উদ্দিনের সহপাঠী নুর আমিন বলেন, হেলাল শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। খুলনার যেসব স্থানে আন্দোলন হতো, তিনি সেসব স্থানে উপস্থিত হতেন। এমনকি আন্দোলনে আটক শিক্ষার্থীদের ছাড়াতে তিনি শিক্ষকদের সঙ্গে সারা রাত থানায় ছিলেন। 

নুর আমিন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আটক শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে খুলনার আইনজীবীদের নিয়ে তিনি ৮-১০ জনের একটি লিগ্যাল প্যানেল বানিয়েছিলেন। তাঁদের আইনি সহায়তা দিয়ে আসছিলেন তিনি। গতকাল সারা দিন আদালতে ছিলেন আটক শিক্ষার্থীদের ছাড়ানোর ব্যবস্থা করতে। সেখান থেকে রাত ৮টার দিকে নিজের বাড়ি যশোরে যান। আজ সকালে খুলনার বাসায় ফিরে দেখেন মেইন গেটের তালা ভাঙা। কক্ষে ঢুকে দেখেন চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়েছে। বাকি জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। তবে তাঁর ল্যাপটপ অক্ষত অবস্থায় পান। 

এ ব্যাপারে জানতে চাইলে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল যশোর থেকে সকালে এসে দেখি, মেইন গেট ও আমার রুমের তালা ভেঙে কে বা কারা ঢুকে সব ভাঙচুর করে রেখেছে। আমার ড্রয়ারে ২ হাজার ৫০০ টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তবে আমার ল্যাপটপ নেয়নি। মনে হচ্ছে, আমাকে বাসায় না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করে রেখে গেছে।’ 

হেলাল উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশকে জানানো হবে। আশা করি, পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ ব্যাপারে জানতে চাইলে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

সেকশন