Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

খুবি প্রতিনিধি

টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) -এর গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০ তম এবং এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৫০১-৬০০ তম অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়েছে।

এবারের প্রকাশিত গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। মোট ৫টি বিষয়—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের ক্ষেত্রে অর্জন করেছে যথাক্রমে ১৭ শতাংশ, গবেষণার পরিবেশের ক্ষেত্রে ৯ দশমিক ৫ শতাংশ, গবেষণার মানে ৪৬ দশমিক ৯ শতাংশ, শিল্পে ১৭ দশমিক ১ শতাংশ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৩ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশ, ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫৭: ৪৩, শিক্ষার্থী (এএফটিই) ৬ হাজার ৯৯৭, আইএসআর প্রকাশনার অনুপাত ২৭ শতাংশ। 

এবারে বাংলাদেশের মাত্র ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে। যার মধ্যে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)। 

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাবেক পরিচালক ও র‌্যাঙ্কিং কমিটির তৎকালীন আহ্বায়ক অধ্যাপক ড. মো. মুরসালিন বিল্লাহ বলেন, ‘বিশ্ব র‌্যাঙ্কিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী এবং আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এই র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরবর্তীতে এই র‌্যাঙ্কিংয়ে আমরা আরও ভালো অবস্থানে যাব।’

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতি দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘পরপর দুই বার গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া সকলের জন্য গর্বের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি এশিয়ার র‌্যাঙ্কিংয়েও আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এই অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।’

উল্লেখ্য, এবারের র‍্যাঙ্কিংয়ে মোট ১০৮টি দেশ ও অঞ্চলের ১৯০৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়ার ৩১টি দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় এ র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ