হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারটিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আইনুর বিশ্বাস (২১)। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গতকাল শুক্রবার সকালে কার্পাসডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আইনুর দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আইনুর তাঁর চাচা মামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য মোটরসাইকেলে কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে গিয়েছিলেন। ফুল কিনে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের