ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুইটি পদে নতুন নিয়োগ দিয়েছে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রত্যেকে নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন।
পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
অপরদিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ। তাঁরা দুজনই আগামী এক বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে পালন করার চেষ্টা করব।’