মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে পরিবার নিয়ে থাকেন সুশান্ত হালদার। পরিবার নিয়ে তাঁকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সুশান্ত হালদারের নিজের জমি বলতে কিছু নেই। বাঁশবাগানে অন্যের জমির ওপর কোনোমতে দিন কাটছে তাঁদের। চারদিকে বেড়া দেওয়া আর ওপরে পলিথিনের ছাউনি দেওয়া একটি ঘরে তাঁদের বসবাস। ভারী বৃষ্টিতে যেকোনো সময় ঘরটি ভেঙে যেতে পারে। রাত নামলেই তাঁদের মধ্যে আতঙ্ক কাজ করে।
সুশান্ত হালদার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে এলাকায় নদী-নালা-খাল-বিল তেমন নেই। যদিও কয়েকটি ছোট নদী রয়েছে, শুকনো মৌসুমে পানি না থাকায় মাছ শিকারও তেমন হয় না। অন্যের কৃষি খেতে দিনমজুরির কাজ করে চালাতে হয় চার সদস্যের সংসার।
সুশান্ত হালদার ও তাঁর স্ত্রী পূর্ণিমা হালদার জানান, 'আমরা অসহায় গৃহহীন মানুষ। ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাথা গোঁজার একটু ঠাঁই চাই। তা না হলে খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে থাকতে হবে। আমরা যে কষ্টে আছি, তা অবর্ণনীয়। জানি না কবে আমাদের এই কষ্টের দিনের শেষ হবে। অনেকের কাছে বলেছি কিন্তু কেউ আমাদের দুঃখ-কষ্ট বোঝেনি, কেউ সাহায্যে এগিয়ে আসেনি।'
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, অসহায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।