বাগেরহাট প্রতিনিধি
প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার রাতে মারা যান উরফুল বেগম (৮১)। জোয়ারের পানিতে চারদিক থই থই। মায়ের মরদেহ নিয়ে বিপাকে পড়েন ছেলে। পরে গ্রাম-পুলিশের সহায়তায় মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় দুদিন। আজ বুধবার পর্যন্ত ওই এলাকায় জমে হাঁটু পরিমাণ পানির মধ্যেও কাঠের বাক্সে ভরে দাফন করা হয় তাঁকে।
এই ঘটনা ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের পায়রাতলা গ্রামে। উরফুল বেগম ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের স্ত্রী।
উরফুল বেগমের ৭ ছেলে ও ৩ মেয়ে। তারা সবাই জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন। বাড়িতে শুধু দেলোয়ার হাওলাদার নামের এক ছেলে থাকেন। আজ দাফনের দিনেও তার সব ছেলে-মেয়েরা এসে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।
দেলোয়ার হাওলাদার বলেন, ‘মা মারা যাওয়ার পরও পানির কারণে কারও সাথে যোগাযোগ করতে পারছিলাম না। বাড়িঘর সব পানিতে ভরে গেছে। তিন দিন হয়ে গেছে মাকে মাটি দিতে পারি নাই। একটু পানি কমছে, বড় কষ্টে মাকে মাটি দিয়েছি।’
এ বিষয়ে বারুইখালী ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হালিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী মারা গেছে ঘূর্ণিঝড়ের প্রথম দিনে। খবর পেয়ে গ্রাম-পুলিশ ইউনুস আলী হাওলাদারের সহায়তায় মরদেহ ঘরের আড়ার সাথে বেঁধে ঝুলিয়ে রাখছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে শরণখোলায় প্রচুর পানি ওঠে। আমাদের এখানে একটি সরকারি খাল আছে, সেখানে বাঁধ দেওয়ার কারণে পানি কোথাও নামতে পারে নাই। পানির জন্য দাফন দিতে পারে নাই।’
তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) গোসল করিয়ে বরফ দিয়ে রেখে দিয়েছিল। আজকে একটু পানি নামার পর সকালে দাফন করা হয়েছে।’