Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন্দ্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন্দ্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পাইকগাছায় সুকেন হত্যা মামলার ১৪ দিনের মধ্যে রহস্য উদ্‌ঘাটন করে হত্যার সঙ্গে জড়িত প্রকাশ সরদারকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চক গোয়াল বাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া প্রকাশ সরদার উপজেলার লস্কর ইউনিয়নের মৃত জয়দেব সরদারের ছেলে। প্রকাশ হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। 

এ মামলার তদন্তকরী কর্মকর্তা সুকান্ত কুমার কর্মকার জানান, গত ৮ মার্চ (সোমবার) বিকেলে সুকেন্দ্র মিনহাজ বাজারে যায়। রাত ৮টার দিকে বাড়িতে ফিরে বাড়ির পাশে তাঁর নিজের ঘেরে পানি ওঠানোর জন্য যায়। ৯টার দিকে পার্শ্ববর্তী ঘেরের লোকজন যাওয়ার সময় ঘেরের ভেতর সুকেনের মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে তখন মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা হলে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে হত্যার রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ। এ সময় মোবাইলের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে খুনিকে শনাক্ত করা হয়। আজ মঙ্গলবার কয়রা উপজেলা চক গোয়াল বাড়িয়া থেকে প্রকাশকে গ্রেপ্তার করা হয়। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, প্রকাশ প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। হত্যার কাজে ব্যবহৃত রড ও চাকু উদ্ধার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এখনো জানা যায়নি। আগামীকাল বুধবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হবে বলে তিনি জানান। 

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’

সাতক্ষীরায় মাছের ঘের পাহারাদারের লাশ মিলল পাশের ধানখেতে