বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ভাতিজা রইচ সরদারকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার কুলিয়া ঘাতবিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ রইচকে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে। গ্রেপ্তার রইচ উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা ইসরাইল সরদারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি সকালে সুপারি চুরিকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় জামিল সরদারকে ছুরিকাঘাত করে হত্যা করেন রইচ সরদার। পরে জামিল সরদারের ভাই দেলোয়ার সরদার বাদী হয়ে রইচ ও রইচের বাবাসহ তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য দুই আসামি রইচের বাবা ও মাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, সুপারি চুরি নিয়ে জামিল সরদার হত্যা মামলার প্রধান আসামি রইচ সরদারকে গ্রেপ্তার হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।