Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পাইকগাছায় আঁখি (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। 

আঁখি পৌর সদরের পুরান গোডাউন এলাকার গাড়ির শ্রমিক শিহাব গাজীর স্ত্রী। 

স্ত্রীর মৃত্যুতে স্বামী শিহাব গাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে পরিবার সূত্রে জানা গেছে।

শিহাব গাজী বলেন, ‘সোমবার ডিউটি করে রাত ১০টার দিকে বাড়িতে আসি। আমার স্ত্রী ওই রাতেই তার বাবার বাড়ি বাগেরহাটের কাঁটাখালী এলাকায় যেতে বায়না করে। আমি তাকে বললাম সকালে নিয়ে যাব। সে আমার কথা না শুনে ঝগড়া শুরু করে। একপর্যায় আমাদের কাবিননামা সে ছিঁড়ে ফেলে। পরের অংশ আমি ছিঁড়ে ফেলি। রাত ১২টার দিকে আমি শুয়ে পড়ি, তখন পাশেই সে ছিল। ভোর ৫টার দিকে উঠে দেখি সে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। সে সময় আমিও গলায় রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুলে পড়ি। আমার নানির ডাকচিৎকারে এলাকার মানুষ আমাকে নামায়।’

নানি সুপিয়া বেগম (৬৫) বলেন, ‘তারা নিজেরাই মোবাইলের সূত্র ধরে তিন মাস আগে বিয়ে করে। তাদের সংসার ভালোভাবে চলছিল। হঠাৎ কী নিয়ে তারা এ ঘটনা ঘটাল তা বুঝতে পারছি না।’ 

মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসাদ জানান, মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’

সাতক্ষীরায় মাছের ঘের পাহারাদারের লাশ মিলল পাশের ধানখেতে