যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তুলির স্বামী ও শাশুড়িকে খালাস দেন আদালত।
আজ রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় ঘোষণা করেন। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলতাফ হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—মো. শাহাবুদ্দিন। তিনি বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শাহাবুদ্দিন পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও জিনিয়া ইয়াসমিন তুলির স্বামী জুলফিকার আলী এবং শাশুড়ি ফরিদা বেগম।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যায় পান্তাপাড়া গ্রামের স্বামীর বাড়িতে জিনিয়া ইয়াসমিন তুলিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেন দেবর শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা। তাঁকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় বাঘারপাড়া থানায় দেবর মো. শাহাবুদ্দিন ও শাশুড়ি ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শহিদুল ইসলাম।