মেহেরপুরের গাংনী থানা-পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় উদ্ধার করা ১৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আজ শুক্রবার সকালে থানা কম্পাউন্ডের পুকুর পাড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
বোমা ডিসপোজাল ইউনিটের নেতৃত্ব দেন ডিএমপির সাব-ইন্সপেক্টর মো. মুর্তজা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ২০২২ সালের আগস্ট মাস থেকে চলতি মাস পর্যন্ত জব্দ করা ১৮টি সক্রিয় বোমা ও ককটেল সদৃশ বস্তু সংরক্ষণ রাখা হয়েছিল। দাপ্তরিক প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে বোমা ও ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদ বিস্ফোরণ ঘটায় ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা।