Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুবির দুই ছাত্রকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

খুবি প্রতিনিধি

খুবির দুই ছাত্রকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাজিম উদ্দিন বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় এই মামলা করেন। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। দুই ছাত্রকে মারধরের পর শুক্রবার বিকেলে নয়ন হাওলাদার ও ইয়াসিন নামে দুই যুবককে আটক করা হয়। মামলা দায়েরের পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘দুই ছাত্রকে মারধরের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলহাজ মোল্লা ও সুজন হোসেন মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে নগরীর ময়লাপোঁতা মোড়ের দিকে যাচ্ছিলেন। লায়ন্স স্কুলের সামনে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের কিছুটা ঘষা লাগে। এ সময় প্রাইভেট কারের যাত্রীরা নেমে আরও কয়েকজন যুবককে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করে।

এ খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর গল্লামারী মোড় ও লায়ন্স স্কুলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ছাত্রদের শান্ত করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেন।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

‘মেয়ের শ্বশুরবাড়ির ছাওয়ালগুলোর চরিত্র ভালো না, আমরা জানতাম না’

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো