হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাটা শোরুমে হামলা: ৮০০ জনকে আসামি করে থানায় মামলা

খুলনা প্রতিনিধি

খুলনায় বাটা শোরুমে লুটপাট করা হয়। ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ী মোড়ে বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৭০০ থেকে ৮০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শোরুম ম্যানেজার তাহিদুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে একদল বিক্ষুব্ধ জনতা শিববাড়ী মোড়ে বাটা কোম্পানির শোরুমে হামলা-লুটপাট চালায়।

মামলায় ক্ষতির পরিমাণ হিসেবে ৯৫ লাখ টাকা উল্লেখ করেন বাদী। এ ছাড়া কেএফসি ও ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, গত সোমবার রাতে শিববাড়ী মোড় ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেসব বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেল থেকে শিববাড়ী মোড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছিল। সন্ধ্যা ৭টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা সেখানকার সেনা কল্যাণ ভবনের বাটা শোরুমে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা শোরুম থেকে নগদ টাকা এবং জুতা লুট করে নিয়ে যায়। পরে শোরুমটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের