Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

উঠানে মুরগি যাওয়া নিয়ে মারপিটে নারীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

উঠানে মুরগি যাওয়া নিয়ে মারপিটে নারীর মৃত্যু

যশোরের কেশবপুরে মায়ের মুরগি চাচার উঠানে যাওয়া নিয়ে মারামারিতে মোমেনা বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এ ঘটনায় আজ বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলীম মোড়লকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার (৮ জানুয়ারি) উপজেলার সাতবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোমেনা বেগম একই এলাকার চাঁদড়া গ্রামে তার বাবার বাড়িতে যান। বিকেলে মোমেনা বেগমের মায়ের মুরগি চাচা হাসান আলী মোড়লের (৫৫) উঠানে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে মোমেনা বেগমকে চাচার পরিবারের সদস্যরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মোমেনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় নিহতের ভাই মাসুদুর রহমান কেশবপুর থানায় পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন।

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

ঘুষি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার