গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে মিলন হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার তেরাইল গ্রাম থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মিলন হোসেন তেরাইল কলেজ পাড়ার কাবেল হোসেনের ছেলে। কাঠের ফার্নিচারের ব্যবসার আড়ালে মিলন এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, উপজেলার তেরাইল কলেজ পাড়ায় একজন মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমান, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন ও এ এস আই আহসান হাবীব ফোর্স নিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।