হোম > সারা দেশ > খুলনা

কয়রায় মুন্ডা নারী ধর্ষণ মামলায় ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (মুন্ডা) নারী ধর্ষণ মামলায় আটক চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম এ আদেশ দেন। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ২ নম্বর কয়রা গ্রামের ওমর সাদিক (২৬), ইমরান হোসেন (২৭), শাহ আলম (২১) এবং ৪ নম্বর কয়রা গ্রামের জোবায়ের হোসেন (২৫)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইব্রাহীম আলী বলেন, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছুটিতে থাকায় আসামিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের এক মুন্ডা নারীকে ভয়ভীতি দেখিয়ে ছয়জন সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার