শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার দরিদ্র পরিবারকে ‘রমজান ফুড বাস্কেট’ ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার সৌদি আরবের বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক সেবাকেন্দ্রের পক্ষ থেকে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে মাঠে এই ত্রাণ হস্তান্তর করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন, হাবিবুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।