হোম > সারা দেশ > খুলনা

পুলিশ কর্মকর্তা পরিচয়ে তরুণের কাছে টাকা দাবি, থানায় অভিযোগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় মাদক কারবারে জড়িত থাকার কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে হামিম শেখ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী-টাকিমারী এলাকার হামিম শেখ নিজের মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সুরখালী এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে মো. সাইম সরদারকে (২০) হুমকি দেন ও তাঁর কাছে টাকা দাবি করেন। 

সাইম সরদার বলেন, ‘মোবাইল ফোনে কল দিয়ে পুলিশের এ এস আই (উপপরিদর্শক) বিকাশ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। পরে সে বলে, “হাসিবুল নামের এক ব্যক্তি মাদকসহ আমার নিকট ধরা পড়েছে। তাঁর সঙ্গে তুমি জড়িত আছ। টাকা নিয়ে দ্রুত বটিয়াঘাটা থানায় চলে আসো। ” পরে আমি থানায় যাই এবং ঘটনাটি থানার ডিউটি অফিসারকে সব খুলে বলি। তখন জানা যায়, ওই মোবাইল ফোন নম্বরটা বিকাশ স্যারের না।’ 

সাইম সরদার আরও বলেন, ‘পরে অনুসন্ধানে জানতে পারি ওই মোবাইল ফোন নম্বরটা হামিম শেখ নামের এক যুবকের। তখন আমি ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’ 

এ বিষয়ে এএসআই বিকাশ কুমার বলেন, ‘আমার নাম পরিচয় দিয়ে যে কলটি করা হয়েছে তার বিষয়ে কিছুই জানি না। আমি ছুটিতে আছি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন