ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আগামীকালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা এলাকা ১০ নম্বর মহা বিপদসংকেতের আওতায় থাকার কারণে আগামীকাল ২৭ মে, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের চলতি টার্ম ফাইনাল পরীক্ষার সব পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হলো।
তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।